দেশে ফিরবেন সাকিব আল হাসান

ইবাংলা ডেস্ক

সাকিব আল হাসানের মা, সন্তানসহ পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এমন অবস্থায় আজ বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবেন এই বাঁহাতি অল-রাউন্ডার।

Islami Bank

তবে পরিবারের এমন অবস্থা স্বত্বেও তৃতীয় ম্যাচ শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি। যদিও দ্বিতীয় ওয়ানডের পরদিন সাকিব আল হাসানের দেশে ফেরার কথা ছিল। যে জন্য বিমানের টিকিটও কেটে ফেলেন তিনি।

যদিও পরবর্তীতে টিকিট বাতিল করে সিদ্ধান্ত নেন তৃতীয় ম্যাচ খেলার। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবার ম্যাচ জয়ের নায়কও সাকিব। প্রথম ওয়ানডে জিতে এখন সিরিজ জয়েরও প্রত্যাশা করছে দল।

one pherma

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের জন্য আগামীকাল অর্থাৎ ২৪ মার্চের জন্য টিকিটের ব্যবস্থা করেছে। সে অনুযায়ী দেশে ফিরবেন তিনি। এদিকে আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।

দেশে ফেরার কারণে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না সাকিব সেটা অন্তত নিশ্চিত। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে। দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়া যাবে কী না সেটা নির্ভর করছে সাকিবের সিদ্ধান্তের ওপর।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us