বলিউড সুপারস্টার সালমান খান। অভিনয়ের পাশাপাশি নানা কারণেই তিনি আলোচনায় থাকেন। এবার ফের আইনি ঝামেলায় পড়ছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে তার নামে সমন জারি করা হয়েছে।
আগামী ৫ এপ্রিল সালমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, এক সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতেই আদালত ডেকেছেন তাকে।
ভারতীয় একাধিক সংবাদে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অশোক পাণ্ডে নামের এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে সমন জারি করা হয়। ২০১৯ সালে সালমান খানের নামে অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক। সালমানের বিরুদ্ধে আইপিসি-র ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সাংবাদিক অশোক পাণ্ডে দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৪ এপ্রিল সালমান খান রাস্তায় সাইকেল চালানোর সময় তার দেহরক্ষীদের অনুমতি নিয়েই তিনি ভিডিও করা শুরু করেন।
তখন হঠাৎ রেগে যান অভিনেতা। এরপর ওই সাংবাদিককে সালমানের দেহরক্ষীরা মারধর করেন। তখন সালমান নাকি তাকে মেরে মোবাইলও ছিনিয়ে নেন। পরে অবশ্য সালমানের দেহরক্ষীরা ফোন ফেরত দেয়।
প্রসঙ্গত, সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন সালমান খান। সেখানে দ্বৈত চরিত্রে দেখা যায়। একটি ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার প্রেম চরিত্রে, অন্যটি বাস্তব জীবনের সালমান। এরইমধ্যে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।
ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২