তালেবান: স্কুল খোলার পর বন্ধের নির্দেশ দিলো

ইবাংলা ডেস্ক

আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুলে ক্লাস শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যেই স্কুল ছেড়ে ছাত্রীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে তালেবান।

Islami Bank

বুধবার (২৩ মার্চ) এমন খবর জানিয়েছে এএফপি।

স্কুল খোলার খবর সংগ্রহ করতে গিয়ে কাবুলের জারঘোনা গার্লস স্কুলে একজন সাংবাদিক ছাত্রীদের ক্লাসে ফেরার ছবি তোলার খবর জানাজানি হলে কয়েক ঘণ্টার মধ্যেই আবার মেয়েদের স্কুলগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে তালেবান।

one pherma

তালেবানের শিক্ষা বিষয়ক মুখপাত্র আজিজ আহমেদ বলেন, ঘটনা সত্যি তবে আমরা এ ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দেবো না।

এদিকে তালেবানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষক সঙ্কটের কারণে স্কুলে পাঠদান করাটা বেশ কঠিন। আমরা শিক্ষক সঙ্কট দূরীকরণে স্বল্প মেয়াদে শিক্ষক নিয়োগের কথা ভাবছি।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us