দুদক ঢাকায় জন্মনিবন্ধনে অনিয়মের সত্যতা পেল

ইবাংলা ডেস্ক

জন্মনিবন্ধন ও সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ ঘুষ হিসেবে লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতাও পেয়েছে।

Islami Bank

অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক। বুধবার (২৩ মার্চ) সহকারী পরিচালক জেসমিন আক্তার ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।

মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তার কার্যালয় ১ ও ৪-এ জন্মনিবন্ধন ও সংশোধনে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ ঘুষ হিসেবে আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে।

সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছে টিম। তাৎক্ষণিক বিষয়গুলো সমাধানের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র তথ্য-প্রমাণ যাচাই করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদকের এনফোর্সমেন্ট টিম।

one pherma

দুদক জানায়, এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়-১ ও আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়-৪ পরিদর্শন করে। পরে ঢাকার আনন্দ বাজারের কম্পিউটার দোকান ও ঢাকার গুলিস্তানের কম্পিউটারের দোকানে অনলাইনে জন্মনিবন্ধন ও সংশোধনের জন্য কি কি তথ্য প্রয়োজন তা জানতে এবং ছদ্মবেশে দালাল চিহ্নিত করার চেষ্টা করে।

দুদক টিম দক্ষিণ সিটির আঞ্চলিক কর্মকর্তার কার্যালয়-৪ পরিদর্শন করে দেখতে পায় কক্ষটি তালাবদ্ধ রয়েছে। পরে কার্যালয়-১ পরিদর্শন করে দেখতে পায় আঞ্চলিক কর্মকর্তা ছুটিতে রয়েছেন। মোবাইল ফোনে তাকে অভিযোগ সম্পর্কে জানানো হয়।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

Contact Us