জবিতে কালরাত্রি ও গণহত্যা দিবসে প্রদীপ প্রজ্জ্বলন

রিসাত রহমান, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ ) সন্ধ্যা ৭.১৫ টায় কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবন চত্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়।

Islami Bank

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নেতৃত্বে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

পরবর্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অংকন করা হয়।

one pherma

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এছাড়াও ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, , বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ, প্রক্টর , শিক্ষার্থী , কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন/ ২৫ মার্চ, ২০২২

Contact Us