ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী এলাকাং হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
শুক্রবার এবং শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা পর্যন্ত মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৪০১ জন রোগী ভর্তি হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দুপুরে আইসিডিডিআর, বি-এর মিডিয়া ম্যানেজার তারিফ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ১ হাজার ১৩৮ জন ডায়েরিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরও ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, শনির-আখড়া, মোহাম্মদপুর, টঙ্গী ও উত্তরা থেকে ডায়েরিয়া আক্রান্ত রোগী বেশি আসছে।
চিকিৎসকরা বলছেন, গরমে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া অনেকেই অনিরাপদ পানি পান করেন। এতে ডায়েরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বাইরের কোনো খাবারের পাশাপাশি যেখান-সেখান থেকে পানি খাওয়া যাবে না।
উল্লেখ্য, গত ২০১৮ সালের এপ্রিল মাসে এ রকমই একটি প্রাদুর্ভাব ঘটেছিল; যা একেবারে মহামারীর রূপ ধারণ করে। সেটি স্থায়ী হয়েছিল মে মাসের মাঝামাঝি পর্যন্ত। সূত্র : আরটিভি অনলাইন
ইবাংলা/ ই/ ২৬ মার্চ, ২০২২