ইবি চলচ্চিত্র সংসদের সভাপতি তৌফিক সম্পাদক অন্তু

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চলচ্চিত্র সংসদের (আইইউএফএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আইন বিভাগের এলএলএম ২০১৯-২০ শিক্ষাবর্ষের তৌফিক আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অর্থনীতি বিভাগের ২০১৬-১৭

Islami Bank

শিক্ষাবর্ষের তাজনুর আহম্মেদ অন্তু। রবিবার (২৭ মার্চ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মুনতাসির মামুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সজীব সিংহ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এছাড়া ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাতুল গোস্বামী সাংগঠনিক সম্পাদক, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিহাব উদ্দিন অর্থ-আর্কাইভ ও দপ্তর সম্পাদক, ফোকলোর বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইয়াসমিন জাহান মীম প্রচার-প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে।

one pherma

উল্লেখ্য, ষাটের দশকে দানা বাঁধা চলচ্চিত্র সংসদ আন্দোলনকে বুকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির তাগিদে কয়েকজন প্রত্যয়ী তরুণের হাতে ২০১০ সালের ৪ এপ্রিল ‘ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ’ আত্নপ্রকাশ ঘটে।

ইবাংলা /জেএন/ ২৭মার্চ ২০২২

Contact Us