পিএসজিতে ৩০ নম্বর জার্সি বেছে নিলেন মেসি

খেলাধুলা ডেস্ক :

ঠিক ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরে বার্সেলোনার হয়ে অভিষেক করেছিলেন লিয়োনেল মেসি। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি যখন প্যারিস সঁ জঁ-তে নতুন ইনিংস শুরু করলেন, তখন ফের তাঁর গায়ে উঠতে চলেছে সেই ৩০ নম্বর জার্সিই।

Islami Bank

এতদিন মেসিকে এলএম টেন নামে চিনত ফুটবল বিশ্ব। পিএসজিতেও ১০ নম্বর জার্সি বন্ধুর জন্য ছেড়ে দিতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু রাজি হননি মেসিই। ৩০ নম্বর জার্সিটা নিজের জন্য বেছে নিয়েছেন তিনিই। প্যারিসের ক্লাবে ফুটবল জীবনের নতুন অধ্যয় শুরু করতে গিয়ে ১৭ বছর আগের স্মৃতিই হয়তো মনে পড়ছে তাঁর।

one pherma

বিরাট প্রত্যাশার চাপ রয়েছে মেসির সামনে। মঙ্গলবার যখন তিনি প্যারিসে পৌঁছেছেন তখন থেকেই তাঁকে ঘিরে ফরাসি জনতার আবেগ টের পেয়েছেন আর্জেন্টাইন তারকা। তবে এখানে তিনি একা নন। মেসির সঙ্গে পাবেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও স্পেনে এতদিনের প্রতিপক্ষ সের্জিয়ো র‍্যামোসকে।

Contact Us