নড়াইলের লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতি’র ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখা’র আয়োজনে চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মেখ আমিনুর রহমান।
বুধবার (৩০ মার্চ) দুপুরের দিকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভঅপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন,লোহাগড়া পৌরসভা মেয়র সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন,জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন,জেলা শিক্ষা অফিসার এসএম সায়েদুর রহমান।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া,জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এসএম হায়াতুজ্জামান, কেন্দ্রিয় শিক্ষক সমিতির সদস্য মহিদুর রহমান মুরাদলোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক (ভার:) মোঃ ওয়াহিদুর রহমান।
ইবাংলা/ জেএন/৩০মার্চ, ২০২২