বগুড়ায় মোবাইল ফোন ছিনতাই চক্রের তিন সদস্য আটক

মহররম আলী, বগুড়া থেকে:

বগুড়ায় মোবাইল ফোন ছিন্তাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মহানগর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে নূর কবীর শাকিল, বগুড়ার শাজাহানপুর থানার জগন্নাথপুর গ্রামের বিল্লালের ছেলে স্বাধীন এবং একই এলাকার সাকী আব্বাসীর ছেলে সাদী আব্বাসী।

Islami Bank

এসময় এদের কাছে থাকা মোবাইল ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ এপ্রিল) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন।

এ সময় পুলিশ সুপার বলেন, বগুড়ার শাজাহানপুর থানার রানীরহাট ও শাকপালাসহ শাজাহানপুর থানার বিভিন্ন জায়গায় ফুড পান্ডার কাস্টমার সেজে এবং অনলাইনে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে মোবাইল বিক্রির কথা বলে ডেকে এনে বিভিন্ন মানুষের কাছ থেকে স্মার্টফোন ছিনিয়ে নেয়া চক্রটি।

one pherma

এদের গ্রেফতার করতে পুলিশ দীর্ঘদিন মাঠে কাজ করেছে। গতকাল ওই চক্রটি পুলিশের হাতে ধরা পড়েছে। এসময় তাদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন যার মধ্যে ২টি আইফোন, ১টি ঠওঠঙ, ১টি লাল রংয়ের এ্যাপাসি পুরাতন মোটর সাইকেল পাওয়া গেছে।

পরে একটি বাসা থেকে ফুডপান্ডার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৩টি আইফোন, ৩৩টি আইফোনের সামনের ও পেছনের অংশসহ আইফোনের ভিতরের যন্ত্রাংশ ৬০টি ফোন ছিলো।

ইবাংলা/ টিএইচকে/ ৪ এপ্রিল, ২০২২

Contact Us