কালকিনিতে মাদ্রাসা ছাত্রকে হত্যার আসামী গ্রেফতার

রাকিব হাসান, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে আরিফুল ইসলাম সরদার (১৪) নামে এক কওয়ামী মাদ্রাসাছাত্রকে পুকুর পানিতে চুবিয়ে হত্যার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে শিকারক্তির মাধ্যমে হত্যার কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামী বোরহানউদ্দিন হাওলাদার।

Islami Bank

সোমবার (৫ এপ্রিল) ওই আসামী তার নিজের দোষ স্বীকার করে মাদারীপুর আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন বলে পুলিশ জানান। গ্রেফতার হওয়া বোরহান উদ্দিন হাওলাদার (৪৮) পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের তফেল উদ্দিন হাওলাদার ছেলে।

মামলা সুত্রে জানাগেছে, উপজেলার আলীনগর এলাকার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে আরিফুল ইসলাম সরদার বেশ কিছুদিন ধরে পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের একটি কওয়ামী মাদ্রাসায় লেখা পড়া করে আসছে।

ওই মাদ্রাসার বাবুর্চি বোরহানউদ্দিন হাওলাদার গত ২ এপ্রিল দিবাগত রাতের আধারে আরিফ সরদারকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে একটি পুকুর পাড়ে নিয়ে প্রথমে তাকে মারধর করে। পরে মারধর শেষে বোরহান উদ্দিন আরিফুরকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

one pherma

পরে ২ এপ্রিল সকালে নিহত আরিফুলের লাশ কালকিনি থানা পুলিশ উদ্ধার করেন। থানায় মামলা হলে ৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেলের নেতৃত্বে এসআই হাসিব সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া সদর থানা এলাকা থেকে বোরহাউদ্দিন হাওলাদারকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন।

পরে তাকে মাদারীপুর আদালতে প্রেরন করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, বোরহানউদ্দিন নিজে কোর্টে আজ জবানবন্দি দিয়েছে যে সে নিজেই আরিফুলকে পানিতে চুবিয়ে হত্যা করেছে।

ইবাংলা/ টিএইচকে/ ৫ এপ্রিল, ২০২২

Contact Us