সেবা প্রদান প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নুরুল কবির : বান্দরবান

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের’আওতায় আলীকদম উপজেলায় পাড়াকেন্দ্র নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ২০১৯-২০২১ মেয়াদে উপজেলার কুরুকপাতা ইউনিয়নে এসব পাড়া কেন্দ্র নির্মাণে প্রকল্প বরাদ্দ হয়। তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রকল্পের আওতায় আলীকদম উপজেলার কুরুক পাতা ইউনিয়নে ২০টি পাড়াকেন্দ্র নির্মাণে নির্ধারিত প্রাক্কলন ও ডিজাইন অনুসারে কাজ বাস্তবায়ন হওয়ার কথা। প্রত্যেক কেন্দ্রের সাথে সংযুক্ত ১টি করে হ্যান্ড ওয়াশিং ষ্টেশন ও ১টি করে লেট্রিনসহ বরাদ্দ ছিল ৪১ লক্ষাধিক টাকা।

Islami Bank

কয়েকটি পাড়া কেন্দ্র ঘুরে দেখা গেছে, বাস্তবায়নকারীসংস্থা পার্বত্য চট্টগ্রামউন্নয়ন বোর্ডের নির্ধারিত প্রাক্কালন ও ডিজাইন অনুসরণ করা হয়নি। নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে কয়েক টি পাড়া কেন্দ্র তৈরী হয়। অভিযোগ উঠেছে, প্রকল্পভ‚ক্ত কয়েকটি পাড়াকেন্দ্র নির্মাণনা করে অর্থ লোপাট করেছে সহকারি প্রকল্প ব্যবস্থাপক আশীষ চাকমা ও সংশ্লিষ্টরা।
২০২০ খ্রিস্টাব্দে নির্মিত হয় আওয়াই পাড়া কেন্দ্র। এটি কুরুক পাতা বাজারের পাশের একটি কেন্দ্র। কেন্দ্রটির ফ্লোর ইতো মধ্যে ভেঙ্গে চৌচির হয়েছে। হ্যাÐ ওয়াশ ষ্টেশন করা হয়েছে বারান্দায় একটি বেসিন দিয়ে। সেখানে পানির কোন সংযোগ লাইন নেই। অদূরে একটি টিনের তৈরীল্যাট্রিন থাকলেও সেখানে নেই কোন পানির ব্যবস্থা।

তাছাড়া, কাইংপাপাড়া, মেনলিউপাড়া, রালাইপাড়া, পোয়ামুরিবাজার, কমচংপাড়াপাড়া কেন্দ্র নির্মাণ হয়েছে যেনতেন ভাবে। বাজেট বরাদ্দ থাকা সত্বেওকয়েকটি কেন্দ্রে নামে মাত্র এবং একাধিক কেন্দ্রে মেটেওহ্যান্ড ওয়াশিং ষ্টেশন নির্মাণ করা হয়নি। সম্প্রতি কুরুক পাতা বাজারে রালাই পাড়ার বাসিন্দা মেনপিও ¤্রাের সাথে আলাপ কালে তিনি জানান, তাদের পাড়ায় যে পাড়াকেন্দ্রটি নির্মাণ হয়েছে তা সম্পূর্ণ পাড়ার লোকজন করেছে। তাদের কেম জুরীখরচপর্যন্ত দেয়নি সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, প্রকল্পের কর্মকর্তা আশীষ চাকমা মিস্ত্রীর সাথে চুক্তি মাধ্যমে কেন্দ্রগুলিনির্মাণ করেন। প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মী ও স্থানীয়রা এ ব্যাপারে কিছুই অবগত নন। যেসব পাড়া কেন্দ্র নির্মাণ হয়েছে তাতে ৫০/৬০ হাজার টাকার বেশী নির্মাণ ব্যয় হয়নি। এখানে ডিজাইন অনুসরণ করা হয়নি।

one pherma

এ ব্যাপারে কুরুক পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে জানান, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আলীকদম উপজেলা প্রকল্প অফিস থেকে আমার ইউনিয়নে পাড়াকেন্দ্র নির্মাণে আমার কোন মতামত নেওয়া হয়নি। কত টাকা বরাদ্দে পাড়াকেন্দ্র নির্মাণ হচ্ছে এ ধরণের তথ্যও সংশ্লিষ্ট গোপন রাখেন। বেশ কয়েকটি পাড়াকেন্দ্র নির্মান করে শ্রমিক মজুরি পর্যন্ত তারা পরিশোধ করেনি।এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রকল্প ব্যবস্থাপক আলুমং মারমা বলেন, কুরুকপাতা ইউনিয়নে কয়েকটি পাড়া কেন্দ্র নির্মানে অনিয়ম অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 ইবাংলা /জেএন /৫এপ্রিল,২০২২

Contact Us