জবিতে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘প্রকৃতি’

রিসাত রহমান, জবি প্রতিনিধি :

কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই বছর পর এবার বাংলা নববর্ষ-১৪২৯ পালনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ।

Islami Bank

এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ‘প্রকৃ‌তি’। পাশাপাশি থাকবে পা‌খি, ফুল ও বি‌ভিন্ন প্রাকৃতিক বস্তু। এছাড়া নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলা বর্ষবরণের নানা আয়োজন।

সোমবার (৪ এপ্রিল) পহেলা বৈশাখ-১৪২৯ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, এবার পহেলা বৈশাখে সকাল ৯টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে।

রায় সা‌হেব বাজার মোড় থেকে ঘু‌রে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ক‌রে শোভাযাত্রাটি ক্যাম্পা‌সে এসে শেষ হ‌বে। এদিন বিকাল থেকে বিশ্ব‌বিদ্যাল‌য়ের মুজিব ম‌ঞ্চে নানান সাংস্কৃতিক আয়োজন থাকবে।

one pherma

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ব‌লেন, আমা‌দের এবা‌রের মঙ্গল শোভাযাত্রার মূল থিম হ‌বে ‘প্রকৃ‌তি’। এর পাশাপাশি থাকবে পা‌খি, ফুল ও বি‌ভিন্ন প্রাকৃতিক বস্তু। রমজান মাস হওয়া‌তে আমরা বি‌কাল ৩টার মা‌ঝে অনুষ্ঠান শেষ কর‌ব বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পুরান ঢাকার অন্যতম সেরা বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হতো।

তবে করোনা মহামারির কারণে পর পর দুই বছর পহেলা বৈশাখ উদযাপন করা সম্ভব হয়নি বিশ্ববিদ্যালয়টিতে। শেষবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নদী।

ইবাংলা/ টিএইচকে/ ৬ এপ্রিল, ২০২২

Contact Us