বাড়ছে মার্কেট শপিংমলের কেনাবেচা কমছে অনলাইন নির্ভরতা

ডেস্ক রিপোর্ট

করোনা স্বাভাবিক হওয়ায় এবারে শপিংমলগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। দোকানে ঘুরে পণ্য দেখা কেনার অবাধ সুযোগ থাকায় অনলাইনের প্রতি এবার নির্ভরতাও কম। বিশ্লেষকরা বলছেন, দুই বছর পর পহেলা বৈশাখ ও ঈদের বেচাকেনা অর্থনীতিতে দেবে বাড়তি গতি।

Islami Bank

বাহারি পণ্যের প্রদর্শন আর ছাড়ের অংকে ক্রেতার নজর কাড়ার চেষ্টার কমতি নেই দেশের অনলাইন প্রতিষ্ঠানগুলোর। করোনার দুই বছর দোকানপাট বন্ধ থাকায় অনলাইনে ক্রেতারা নির্ভরতা ছিল বেশি। সে কারণেই কোনো কোনো প্রতিষ্ঠানের বিক্রিও বেড়েছিল ২ থেকে ৫ গুণ। তবে এবারের চিত্র ভিন্ন।

রাইট চয়েস ডট কম ডট বিডি ব্যবস্থাপনা পরিচালক সানজিদা আক্তার খানম বলেন, ‘করোনাকালীন সময়ে আসলে এমন কিছু প্রতিষ্ঠানগুলো ছিল, যেগুলো দ্বিগুণ প্রবৃদ্ধি করেছে। সেটা আমরা ধরে রাখতে পারিনি। এখন আবার একটা প্রতিযোগিতার মধ্যে দাড়িয়েছি । এখন আমরা পণ্য ধরে দেখে কিনতে চাই।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন শপিংমলগুলোতে। পহেলা বৈশাখ কিংবা ঈদ কেনাকাটায় পছন্দের পণ্য দেখে কিনে নেয়ার সুযোগ পেয়ে খুশি ক্রেতারা। আর ক্রেতার সরব উপস্থিতিতে এবার বাড়তি লাভের আশা বিক্রেতাদেরও।

ক্রেতারা বলেন, অনলাইনে তো আর পণ্যের গুণগত মান বোঝা যায়না। অনেক সময় অসুবিধার সম্মুখিন হতে হয়।’

one pherma

দেশের অভ্যন্তরীণ অর্থনীতি সবচেয়ে বেশি চাঙ্গা হয় রোজার ঈদে। বিশ্লেষকরাও মনে করছেন, এবারে পহেলা বৈশাখ ও ঈদের কেনাবেচায় অর্থনীতি বাড়তি গতি পাবে।

বিআইডিএস সিনিয়র রিসার্চ ফেলো ড. মোহাম্মদ ইউনুস বলেন, ‘ঈদের ও পহেলা বৈশাখের জন্য বেচাকেনা বাড়বে। সুতরাং অর্থনীতিতে একটা চাঙ্গাভাব আসবে। এটা একটা শুভ লক্ষণ।’

অভ্যন্তরীণ অর্থনীতির এ সুযোগকে কাজে লাগাতে আমদানি করা পণ্য নয় বরং দেশিও পণ্যে কিনতে ক্রেতাদের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা

ইবাংলা /জেএন /১২এপ্রিল ,২০২২

Contact Us