নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাকের জামিন

ডেস্ক রিপোর্ট

 

Islami Bank

ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সিএমএম আদালত এ জামিন আদেশ দেন।

গত ৬ এপ্রিল গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেফতার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

ওই দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেফতার করা হয়। এরপর ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

one pherma

প্রসঙ্গত, ২০২০ সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে।

ইশরাক হোসেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

ইবাংলা/ টিএইচকে/ ১২ এপ্রিল, ২০২২

Contact Us