বকেয়াসহ ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

ঈদুল ফিতরের ছুটির আগে বকেয়া বেতনসহ পূর্ণ বোনাসের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এ সময় তারা মহার্ঘ্য ভাতা এবং নিত্যপণ্যের রেশন ব্যবস্থা ও জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে।শুক্রবার (১৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

Islami Bank

বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ২৭ এপ্রিলের পর থেকে মাসের বাকি দিনগুলো ছুটি থাকবে। তাই এপ্রিল মাসের পূর্ণ বেতন শ্রমিকদের দিতে হবে। অপরদিকে উৎসব বোনাস শ্রমিকের অধিকার। অথচ প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের ন্যায্য বোনাস থেকে বঞ্চিত করতে বিভিন্ন টালবাহানা করে মালিক পক্ষ। টালবাহানা না করে এক মাসের মজুরির সমান বোনাস ও এপ্রিলের পূর্ণ বেতন ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকের প্রকৃত মজুরি প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় শ্রমিকদের জীবনমানের মারাত্মক অবনমন হয়েছে। দেশের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধির চিত্রের সঙ্গে শ্রমিকদের জীবনমানের চিত্রের মিল নাই। তাই শ্রমিকদের দৈনন্দিন জীবনযাপনের মান ধরে রাখতে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ স্কপের ৯ দফা বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সময়ে মহার্ঘ্য ভাতা ও নিত্যপণ্য রেশনের ব্যবস্থা করতে হবে।

one pherma

শ্রমিকদের প্রাপ্য এ পাওনা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হলে উদ্ভূত পরিস্থিতির দায় মালিকদের নিতে হবে।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল ,সহ-সভাপতি আব্দুর রাজ্জাকসহ অনেকে ।

ইবাংলা /জেএন /১৫ এপ্রিল ,২০২২

Contact Us