২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারে দু’জন চাল ব্যবসায়ীর গুদাম থেকে ২০ মেট্রিক টন (৬৬৭ বস্তা) সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেম্বার চাউল আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও বিলাল খাদ্য ভাণ্ডারের মালিক শমশের আলীকে আটক করেছে পুলিশ।

Islami Bank

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাঘা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। অভিযানে কাঁকড়ামারী বাজারের মেম্বার চাউল আড়ত থেকে ৩৬০ বস্তা এবং পার্শ্ববর্তী বিলাল খাদ্য ভাণ্ডার থেকে ৩০৭ বস্তা চাল ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

one pherma

বাঘা থানা পুলিশ জানায়, অভিযুক্ত দুই ব্যবসায়ী বাঘা খাদ্য গোডাউনের অসাধু চক্রের কাছে থেকে এসব সরকারি চাল কিনে বিক্রির উদ্দেশ্যে নিজ গুদামে মজুত করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা /জেএন /১৫ এপ্রিল ,২০২২

Contact Us