করোনা পজেটিভ নিউজিল্যান্ড ব্যাটসম্যান ফিন অ্যালেন
খেলাধুলা ডেস্ক :
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে পা রেখে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। ঢাকায় আসার আগে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ডান-হাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার (২৪ আগস্ট) নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
ব্ল্যাকক্যাপসদের টিম ম্যানেজার মাইক সেন্ডেল জানিয়েছেন, বর্তমানে অ্যালেনের অবস্থা স্থিতিশীল রয়েছে। আইসোলেশনে রাখা হয়েছেন তাকে। নতুন টেস্টে নেগেটিভ আসলে কোয়ারেন্টিনে থাকা দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। দেশটির অকল্যান্ড থেকে ২১ সদস্য নিয়ে ঢাকায় এসেছেন তারা। তবে গেল শুক্রবার ইংল্যান্ড থেকে দ্য হান্ড্রেড খেলে কলিন ডি গ্র্যান্ডহোমসহ ফিন অ্যালেন ঢাকায় পৌঁছান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে সোজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যান তারা দুইজন। সেখানে কোভিড টেস্ট করা হলে পজেটিভ রিপোর্ট আসে অ্যালেনের।
নিউজিল্যান্ড ক্রিকেট জানাচ্ছে, করোনা টিকার ডোজ সম্পন্ন করেই নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ড সফর করেন অ্যালেন। সেখান থেকে ঢাকায় আসার আগে প্রতিবার কোভিড নেগেটিভ হন তিনি। তবে ঢাকায় আসার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পজেটিভ হলেন।
নিউজিল্যান্ডের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে সফরকারীদের মোট ২৬ সদস্য বাংলাদেশে অবস্থান করছে। এর আগে গেল ১৭ আগস্ট বাংলাদেশের করোনা প্রটোকল ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে দুইজন কর্মকর্তা বাংলাদেশে আসেন।
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটের পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সবগুলো ম্যাচই বসবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
ই-বাংলা.প্রেস/ টিপি/ ২৪ আগস্ট ২০২১