তালেবান ইস্যুতে পুতিন- মার্কেলের সঙ্গে মোদির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক :

তালেবানরা কাবুল দখল করে নেয়ার পর আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই টুইটারে এক পোস্টে জানিয়েছে, পুতিনের সঙ্গে প্রায় ৪৫ মিনিট ফোনালাপ করেছেন মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।

Islami Bank

পরে ওই ফোনালাপের বিষয়ে টুইট করেন মোদি নিজেও। সেই টুইটে মোদির সঙ্গে নিজের ফোনালাপের বিষয়ে জানান মোদি।

টুইট বার্তায় মোদি লিখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিস্তারিত এবং প্রয়োজনীয় মতবিনিময় হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় ভারত-রাশিয়ার সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আমরা গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছি।

এর আগে সোমবার আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এবং এই অঞ্চলে এবং বিশ্বে এর প্রভাব নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে কথা বলেন মোদি। ফোনালাপে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও কোভিড-১৯ এর বিরুদ্ধে করোনা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ক্লিন এনার্জি নিয়েও আলোচনা করেন উভয় নেতা।

one pherma

এসময় দুই নেতা শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আফগানিস্তানে আটকে পড়া লোকদের প্রত্যাবাসন জরুরি অগ্রাধিকার বলেও একমত পোষণ করেন দুই নেতা।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করে নেয়ার পর ব্যাপক উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে ভারত। ভারত তার মুসলিম অধ্যুষিত প্রতিবেশী দেশটির নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে এখনও ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে। এমনই উদ্বেগের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপ করলেন মোদি। সূত্র : আরটিভি অনলাইন

ই-বাংলা.প্রেস/ টিপি/ ২৪ আগস্ট ২০২১

Contact Us