ইবি সাংবাদিক সমিতির নির্বাচন বুধবার

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২২ আগামী ২০ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হবে। শনিবার সমিতির সাধারণ সভায় এ সংক্রান্ত সিন্ধান্ত হয়। নির্বাচনকে ঘিরে সমিতির সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টা থেকে ২টা দুইটা পর্যন্ত টিএসসিসির প্রেস কর্ণারে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন। এছাড়া, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আতাউল হক ও সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর জীবন বলেন, নির্বাচনের প্রস্তুতি চলছে। আশাকরি, সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইবাংলা/ টিএইচকে/ ১৭ এপ্রিল, ২০২২

Contact Us