দুই প্রদেশের বিমান হামলায় ৪৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন।

Islami Bank

শনিবার (১৬ এপ্রিল) আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে এ হামলা চালায় পাকিস্তান।

তথ্যমতে, আফগানিস্তানের খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে হামলায় ৪১ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া কুনার প্রদেশে ছয়জন নিহত হয়েছেন।

one pherma

এদিকে হামলার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
তবে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে পাকিস্তানের এই দাবি অস্বীকার করেছে তালেবান। সূত্র: আল জাজিরা

ইবাংলা/ জেএন / ১৮ এপ্রিল, ২০২২

Contact Us