ইসরাইলের বিমান হামলা গাজার উপত্যকায়

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল মঙ্গলবার (১৯ এপ্রিল) প্রথম প্রহরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। বিগত কয়েকমাসের মধ্যে এটি ছিল তাদের প্রথম বিমান হামলা। জেরুজালেমের একটি পবিত্র স্থানে সপ্তাহান্তে সহিংসতার ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে ফিলিস্তিন ভূখ- থেকে চালানো রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালালো।

Islami Bank

ইসলামি গ্রুপ হামাস নিয়ন্ত্রিত এ উপত্যকা থেকে রকেট হামলার পর সোমবার (১৮ এপ্রিল) রাতে ইসলাইলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। গত জানুয়ারির পর এ ধরনের প্রথম ঘটনা এটি।

one pherma

তেল আবিবের সমুদ্রোপকূলে রকেটটি ভ্পূাতিত করা হয়।ইসরাইলের সামরিক বাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরাইল ভূখ-ে আঘাত হানে। রকেটটি আইরন ডোম ডিফেন্স সিস্টেমের সাহায্যে ঠেকিয়ে দেয়া হয়।এর কয়েক ঘণ্টা পর ইসরাইলি বিমানবাহিনী জানায়, এই রকেট হামলার জবাবে তারা হামাসের একটি অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে।

ইবাংলা/ এসআর / ১৯ এপ্রিল,২০২২

Contact Us