প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২৮৬ গৃহহীন পরিবারকে ঘর

রাজবাড়ি প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পাচ্ছেন রাজবাড়ীর আরও ২৮৬ গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ ঘর হস্তান্তর করবেন।

Islami Bank

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এক গণমাধ্যমে বলেন, প্রথম পর্যায়ে ৭৬০টি, দ্বিতীয় পর্যায়ে ৪৩০টি এবং তৃতীয় পর্যায়ে ৮৭৪টি ঘরের বরাদ্দ পাওয়া যায়।

এর মধ্যে আগামী ২৬ এপ্রিল উদ্বোধনের জন্য রাজবাড়ী সদর ৭৫টি, পাংশা উপজেলায় ১০০টি, কালুখালী উপজেলায় ২১টি, বালিয়াকান্দি উপজেলায় ৪০টি, গোয়ালন্দ ৫০টিসহ ২৮৬টি ঘর হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে। বাকী ৫৮৮টি ঘরের কাজ চলমান রয়েছে।

one pherma

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ টিএইচকে/ ২৫ এপ্রিল, ২০২২

Contact Us