রাজকুমারী মেরি ৩ দিনের সফরে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। সোমবার (২৫ এপ্রিল সকালে ঢাকা এসে পৌঁছেছেন। রাজকুমারী মেরি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগণের সঙ্গে মত বিনিময় করবেন।

Islami Bank

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ডেনমার্কের রাজ কুমারীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করবেন।

মেরিরবৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের পর রাজকুমারী বিকেলেই কক্সবাজার যাবেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজকুমারী বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। এ ছাড়া তিনি স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে সরাসরি মত বিনিময় করবেন।

one pherma

বুধবার(২৭ এপ্রিল) কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাবেন এবং সুন্দরবন অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। রাজকুমারী মেরি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুলাতলী গ্রামের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং পায়ে হেঁটে একটি সাইক্লোন শেল্টার উপকুলীয় বাঁধ পরিদর্শন করবেন।

তিনি জীববৈচিত্র এবং সুন্দরবন অঞ্চলে লবনাক্ত পানি প্রবেশের বিষয় নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। রাজকুমারী মেরি বুধবার(২৭ এপ্রিল) রাতে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করবেন।

ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২

Contact Us