কোচের ভূমিকায় দেখা যাবে আবদুর রাজ্জাককে

ডেস্ক রিপোর্ট

সব ধরণের ক্রিকেট থেকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে অবসর নেন বাঁহাতি টাইগার স্পিনার আবদুর রাজ্জাক। এরপর থেকে তাকে দেখা যায় বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে। বেশ নিষ্ঠার সঙ্গেই নির্বাচকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

Islami Bank

তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক এই তারকা স্পিনারকে। আগামী ১৪ মে থেকে শুরু হবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। এই ক্যাম্পে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন আব্দুর রাজ্জাক। যদিও তিনি পূর্ণাঙ্গ কোচিং পেশা নিয়ে ভাবছেন না এখনই। এইচপি দলে স্পিন কোচ নেই বলেই আপাতকালীন দায়িত্বটা নিচ্ছেন তিনি।

ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে আবদুর রাজ্জাক বলেছেন, ‘হ্যাঁ! সবকিছু ঠিকঠাক থাকলে আমি এইচপি ক্যাম্পে যোগ দেবো। তবে বিষয়টা এমন না যে আমি আমার মনোযোগ কোচিংয়ে সরিয়ে নিচ্ছি। মূলত তরুণ ছেলেদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত।’

one pherma

এদিকে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয় ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা এখনও এইচপি ইউনিটের জন্য ভালো কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি। তাই আমরা রাজ্জাককে এইচপি ক্যাম্পে যুক্ত করতে চাচ্ছি। আমাদের আশা সে নিজের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগ করে নিতে পারবে।’

আবদুর রাজ্জাক ছাড়াও এইচপির অনুশীলনে থাকার কথা রয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের। এছাড়া আগামী ১ জুন ঢাকা আসার কথা রয়েছে এইচপি দলের প্রধান কোচ টবি রেডফোর্ডের।

ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২

Contact Us