রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলনকারী সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ঢাকার জেলা প্রশাসক মাঠের জায়গাটি খাস জমি বলে চিহ্নিত করে বরাদ্দ দিয়েছে কলাবাগান থানাকে।সব প্রক্রিয়া শেষে যখন ভবন নির্মাণ প্রক্রিয়া শুরু হয় তখন খেলার মাঠ রাখার দাবিতে অনেকে কথা বলেছেন।
মা-ছেলে লাইভে এসে অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচার করছিলেন। এর আগে তাদের বারবার নিবৃত করার চেষ্টা করা হয়। কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশকে উপেক্ষা করে অসঙ্গতিপূর্ণ তথ্য প্রচার করে আসছিল। যখন থামাতে পারেনি তখন তাদের জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কষ্ট বোধ করি। আমাদের সময় যেখানে খেলাধুলা করতাম সেই অবস্থা এখন আর নাই। খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক। খেলার মাঠের ব্যবস্থা যেমন করতে হবে আবার আইনশৃঙ্খলা বাহিনীরও থানার জন্য জায়গাটা জরুরি। জায়গাটায় কী করা যায়, আমরা আলোচনা করছি।
রোববার (২৪ এপ্রিল) রাতে সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। ১২ ঘণ্টা পর মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে কলাবাগান থানা ভবনের নির্মাণকাজ শুরু হলে সৈয়দা রত্না ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানায়।
ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২