নোয়াখালীতে বোর্ড অফিস ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার ১১নং নেয়াজপুর ইউনিয়নের বোর্ড অফিস ভাঙ্গার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।

Islami Bank

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

one pherma

ঘন্টাব্যাপী মানববন্ধনে নেয়াজপুর ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ অংশ গ্রহণ করে। শেষে বোর্ড অফিস পুনঃস্থাপনের দাবীতে জেলা প্রশাসক বরাবর এলাকাবাসী স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বোর্ড অফিসের জন্য ১০ শতাংশ জমি দান করেন। বর্তমান চেয়ারম্যান পানির ট্যাংকি বসানোর কথা বলে অন্যায়ভাবে বোর্ড অফিস ভেঙ্গে কার্যালয় অন্যত্র নিয়ে যায়। তারা বোর্ড অফিস পুনঃস্থাপন করার দাবী জানান।

ইবাংলা/জেএন / ২৫ এপ্রিল, ২০২২

Contact Us