কুবির বাংলা বিভাগের গবেষণা পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশিত

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জার্নাল ‘ভাষা-সাহিত্য পত্রিকা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে।পত্রিকার সম্পাদনা পর্ষদে সম্পাদক হিসেবে আছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী।

সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান ও ড. তসলিমা খাতুন এবং বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল ইসলাম (শামীম রেজা)।

‘ভাষা-সাহিত্য পত্রিকা’র দ্বিতীয় সংখ্যায় বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ও ভারতের দুইটি বিশ্ববিদ্যালয়ের মোট ষোলোজন প্রবন্ধিকের গবেষণা ছাপানো হয়েছে। দ্বি-স্তরীয় (পিয়ার রিভিউড) মূল্যায়ন শেষে এই জার্নালে প্রবন্ধ প্রকাশ করা হয়।

গবেষণা পত্রিকার দ্বিতীয় সংখ্যা বের করার অনুভূতি বলতে গিয়ে পত্রিকার সম্পাদক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগ থেকে ‘ভাষা-সাহিত্য পত্রিকা’ প্রকাশ করা হয়, যা একটি বিভাগের শিক্ষা-গবেষণা কাজেরই অংশ বলে মনে করি। বাংলাদেশের পাশাপাশি ভারতের প্রথিতযশা সাহিত্যতাত্ত্বিক-গবেষকদের প্রবন্ধ প্রকাশিত হওয়ায় এর পরিসর বিস্তৃত হয়েছে। জার্নাল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বাংলাদেশের বাইরে ভারত থেকে বেশ কয়েকজন প্রাবন্ধিক এই সংখ্যায় লিখেছেন। এই সম্পর্কে পত্রিকার সম্পাদক বলেন, এই পত্রিকাটিকে আমরা আন্তর্জাতিক মানেরও বলতে পারি। প্রথম সংখ্যা থেকেই আমরা আন্তর্জাতিক আইএসএসএন(ISSN) নম্বর দিয়ে প্রকাশ করেছি।

তাছাড়া বাংলাদেশের বাইরে থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাবেত্রী নন্দী চক্রবর্তীর মতো লেখকরাও লিখছেন এখানে সেক্ষেত্রে এটাকে আন্তর্জাতিক প্রকাশনাও বলা যায়।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একক কোনো বিভাগের জার্নাল শুধু বাংলা বিভাগ থেকেই প্রকাশিত হয়। এর আগে ‘ভাষা-সাহিত্য পত্রিকা’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। ঐ জার্নালে বাংলাদেশ ও ভারতসহ মোট তেরো জন শিক্ষক-গবেষকের প্রবন্ধ ছাপানো হয়।

ইবাংলা/জেএন / ২৫ এপ্রিল, ২০২২

Contact Us