দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ নড়াইল

নড়াইল: প্রতিনিধি

নড়াইলে প্রতিবন্ধীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণনড়াইল নড়াইলে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও সক্ষমতাবৃদ্ধিমুলক প্রশিক্ষণ হয়েছে।

Islami Bank

নড়াইল সদর উপজেলা পরিষদমিলনায়তনে সোমবার (২৫এপ্রিল) এ প্রশিক্ষনের সমাপনিঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসাদিয়া ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদতুফান,উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার সরকার,প্রতিবন্ধী অফিসার ওবায়দুল্লাহ প্রমুখ।

one pherma

প্রশিক্ষণ কার্যক্রমেরসভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রতিবন্ধীদের নিজহাতে ফুলেল শুভেচ্ছা জানান এবং সকল প্রকার সহযোগিতাদেয়ার আশ্বাস দেন। বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা সফলপ্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যানে যুগপযোগিপদক্ষেপ নিয়ে প্রতিবন্ধীদের পুনর্বাসনে সর্বাতœক প্রচেষ্টাচালিয়ে যাচ্ছেন।

ইবাংলা/জেএন / ২৫ এপ্রিল, ২০২২

Contact Us