সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ লাখ ২ হাজার ইয়াবাসহ সাত পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- রোহিঙ্গা হামিদ হোসেন (৪২), হোসেন জোহার (১৮), মো. জোবায়ের (২২), লাল মোহাম্মদ (২৫), মো. ইয়াসিন (১৯) ও টেকনাফের বসির আহমেদ (৪৫) ও মো. আলম (২০)।
মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাইয়ান আলমের নেতৃত্বে সেন্টমার্টিনের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল দল বোটটিকে থামার সংকেত দেয়, তবে বোটটি না থেমে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড ধাওয়া করে বোটটি আটক করে।
তিনি বলেন, পরবর্তীতে বোটটি তল্লাশি করে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক লাখ দুই হাজার ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের সেখান থেকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
ইবাংলা/জেএন / ২৫ এপ্রিল, ২০২২