ফরিদপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট

ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

Islami Bank

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ভ্যানচালক কালাম শেখ (৬২) ও যাত্রী পৌরসভার মেছোড়দিয়া গ্রামের পাচু শেখের স্ত্রী রুবিয়া বেগম (৫৫)। আহত আব্দুল মান্নান মোল্লা (৬৫) একই গ্রামের মৃত আইন উদ্দিন মোল্লার ছেলে।

one pherma

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার দুপুরে রয়েল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২০৮৪) উপজেলার মেছোড়দিয়া এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নারীসহ দুজন নিহত হন। এ সময় আরও একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

ইবাংলা / জেএন / ২৬ এপ্রিল, ২০২২

Contact Us