ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক এমডি ও চেয়ারম্যান পণ্য কিনতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত টাকা দিয়েছেন, সে তথ্য জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।
ইভ্যালির বিভিন্ন বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে ৪ সদস্যের বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই বোর্ডকেই তথ্য দাখিলের নির্দেশনা দিয়েছেন আদালত।
একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ও একজন আইনজীবী দিয়ে ইভ্যালির জন্য এ বোর্ড গঠন করেন আদালত।
এদিকে গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল।
ইবাংলা/এসআর/ ২৭ এপ্রিল, ২০২২