রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে

ডেস্ক রিপোর্ট

রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশের রপ্তানি পরিস্থিতি পর্যালোচনাসহ এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ‘রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি’ গঠন করেছে সরকার। ৪৪ সদস্যের এ কমিটির সভাপতিত্বে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Islami Bank

অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ এই কমিটিতে থাকবেন ১১ জন মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ১৬ জন শীর্ষ নির্বাহী ও রপ্তানিমুখী খাতগুলোর ১৬টি ব্যবসায়ী সংগঠনের সভাপতিদের রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাজনীন পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা, প্রবৃদ্ধি অর্জনে রপ্তানি পদ্ধতি নির্ধারণ, রপ্তানিতে উৎসাহ সৃষ্টি ও রপ্তানি দ্রব্য উৎপাদন বাড়ানোর বিষয়াদি পর্যালোচনা করে সুপারিশ ও সিদ্ধান্ত নেবে এই কমিটি।

one pherma

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটি নিয়মিত বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মাত্র।এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছর রপ্তানিখাতে প্রবৃদ্ধি সন্তোষজনক আছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে নতুন নতুন সংকট সৃষ্টি হতে পারে। এসব সমস্যা তাৎক্ষণিক সমাধানে এ কমিটি কাজ করবে।

জিএসপি সুবিধা বাতিলের বিষয়ে বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে এ কমিটি।এলডিসি গ্রাজুয়েশনের আগেই বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে এবং রপ্তানিমুখী সেক্টরে দক্ষ জনবল গড়ে তুলতে প্রয়োজনীয় নীতি সহায়তা দিকে সরকারের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত দেওয়া হবে।

ইবাংলা/এসআর/ ২৭ এপ্রিল, ২০২২

Contact Us