‘কেজিএফ থ্রি’ নিয়ে পরিচালকের নতুন ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু।’ ইতোমধ্যে সিনেমাটি দর্শকমহলে সাড়া ফেলেছে। এবার ‘কেজিএফ : চ্যাপ্টার থ্রি’ দেখতে চায় দর্শক। আদৌ কি নতুন কিস্তি আসবে?

Islami Bank

এ প্রসঙ্গে যশ জানিয়েছেন, পরিচালক প্রশান্ত নীল এবং তিনি ইতোমধ্যেই তৃতীয় পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন। কেননা, অনেক ভালো দৃশ্য তারা দ্বিতীয় কিস্তিতে ফুটিয়ে তুলতে পারেননি। আর তাই নতুন কিস্তিতে সেই দৃশ্যগুলো দেখানোর সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়টি এখন রয়েছে চিন্তাভাবনার স্তরে রয়েছে।

এর আগে, ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান।’ সে সময় ভারতীয় এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নেয়। তাই তো সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। চার বছর পর সেই অপেক্ষার অবসান ঘটেছে।

one pherma

যশ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ ও রাভিনা ট্যান্ডন প্রমুখ।

ইবাংলা/এসআর/ ২৮এপ্রিল,২০২২

Contact Us