পরিবার থেকে অনুমতি পাননি নায়ক সিয়াম

ডেস্ক রিপোর্ট

বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সিয়ামপত্নী অবন্তী। নায়কের ঘরের নতুন অতিথির খবর জানতে মুখিয়ে আছে অনুরাগীরা। তবে এখনও ছেলের নাম বলার অনুমতি পাননি এই অভিনেতা।

Islami Bank

গত বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে ঈদের সিনেমা ‘শান’-এর মিট দ্য প্রেসে এসে সিয়াম জানান, এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাবো।

প্রথমবারের মতো অ্যাকশন হিরো হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছেন সিয়াম। ঈদে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য সিনেমাগুলোও দেখার আহ্বান জানান সিয়াম।

one pherma

সত্য ঘটনা অবলম্বনে পুলিশি এই অ্যাকশন থ্রিলারে কেন যুক্ত হয়েছেন- এমন প্রশ্নে সিয়াম বলেন, ‘গল্প এই সিনেমায় আমাকে যুক্ত করেছে। এ ছাড়া এই সিনেমার পরিচালক আমার প্রথম সিনেমার অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর ছিলেন, এই সম্পর্কটাও আমাকে এই সিনেমায় যুক্ত করেছে। একাধিকবার মুক্তি পিছিয়েছে…দুই বছরের বেশি। এই সিনেমার গল্পটা এমন দুই বছর পরও রিলিজ দিলেও সিনেমার প্লট সেই সময়ের কথা বলবে বলে আমার মনে হয়।

প্রসঙ্গত, পুলিশ কর্মকর্তা আজাদ খানের গল্পে ‘শান’ সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। এতে সিয়াম-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন মিশা সওদাগর, ডন, মুরাদ, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

ইবাংলা/এসআর/ ২৮এপ্রিল,২০২২

Contact Us