বন্দরে এলো মেট্রোরেলের নবম চালান

ছবি: প্রতিনিধি

মেট্রোরেলের নবম চালান বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

Islami Bank

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে পানামা পতাকাবাহী এম. ভি হরিজন-৯ জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানীর ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, নবম চালানের মধ্যে ৮টি কোচ ও ৪টি ইন্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারী সরঞ্জামাদি রয়েছে।

one pherma

তিনি বলেন, দুপুরের পর থেকেই জাহাজ হতে মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাস শেষে নদী পথে এসব মালামাল নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৯টি চালানে মেট্রোরেলের ৫৬টি কোচ ও ২৮টি ইন্জিন এসেছে।

ইবাংলা/ জেএন / ২৯ এপ্রিল, ২০২২

Contact Us