শাহজালালে বিমানবন্দরে ২৭৩ আইফোনসহ সোনা জব্দ

ডেস্ক রিপোর্ট

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ২৭৩টি আইফোন এবং দেড় কেজির বেশি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে দুবাই থেকে আসা এক যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

আরও পড়ুন: ৭৭৬ টাকার বাসভাড়া ১২৫০ টাকা নেওয়ার অভিযোগ

সানোয়ার কবীর বলেন, আমাদের কাছে আগেই গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে আসছেন। পরে বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট২০, গুগল পিক্সেলসহ সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়া যায়। এছাড়া ওই যাত্রীর কাছে এক কেজি ৬০০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং সোনার বার পাওয়া যায়। পরে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার ও সোনার বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে দুবাই থেকে আসা এক যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

ইবাংলা/ জেএন / ২৯ এপ্রিল, ২০২২

Contact Us