এমপি জুবেদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী এম. জুবেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ এপ্রিল) এক শোকবার্তায় তিনি বলেন, জুবেদ আলীর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারালো।প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. জুবেদ আলী শনিবার দুপুরে ময়মনসিংহের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ইবাংলা / এসআর / ৩০এপ্রিল,২০২২

Contact Us