রাজশাহীতে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ইবাংলা ডেস্ক

রাজশাহী বিভাগের আট জেলায় ঈদুল ফিতরের রাতে থাকবে না গ্যাস সরবরাহ। এ নিয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

Islami Bank

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০ ইঞ্চি ব্যাসের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন লাইনের হুক-আপ কাজ চলমান রয়েছে। আর তাই আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এজন্য পিজিসিএলের আওতায় থাকা রাজশাহী বিভাগের রাজশাহীসহ পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলায় সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

one pherma

পিজিসিএলের পাবনা আঞ্চলিক অফিসের শাখা ব্যবস্থাপক মো. আখতারুজ্জামান খান গ্যাস বন্ধের সত্যতা স্বীকার করে বলেন, এই সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। আমাদের করার তেমন কিছু নেই।

উল্লেখ্য, গ্যাস না থাকার বিষয়টি পিজিসিএল কর্তৃক স্থানীয়ভাবে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।

ইবাংলা/ জেএন /৩০ এপ্রিল, ২০২২

Contact Us