অগ্নিকাণ্ডে ৮০ বাড়ি ধ্বংস ও শিশুসহ নিহত ৮

ডেস্ক রিপোর্ট

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে ছয় শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।সোমবার (২ মে) স্থানীয় সময় ৫টা নাগাদ লাগা আগুনে ৮০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।কুইজন শহরের জনাকীর্ণ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি।

Islami Bank

জ্যেষ্ঠ দমকল কর্মকর্তা গ্রেগ বিচাইদা বার্তা সংস্থা এএফপিকে জানান, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা তাদের বাড়ি থেকে বের হতে পারেনি।তিনি বলেন, নিহতদের মধ্যে ছয়জন শিশু। তবে তাদের বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

one pherma

গ্রেগ বিচাইদা বলেন, আগুন লাগার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের স্টেশন কাছাকাছি ছিল কিন্তু তারা তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে পারেনি।ফিলিপাইন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। দেশটির রাজধানীতে প্রতি বর্গকিলোমিটারে বিপুল সংখ্যক বাসিন্দা বাস করেন।সূত্র : বিবিসি

ইবাংলা/ এসআর / ০২ মে, ২০২২

Contact Us