অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নিজের ২০তম জন্মদিনের ঠিক পরদিনই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কেরালার জনপ্রিয় মডেল ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানা। গত শুক্রবার (১৩ মে) কেরালার কোঝিকোড় শহরে অভিনেত্রীর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাহানার মায়ের অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

Islami Bank

সাহানার মায়ের অভিযোগ, তার মেয়েকে খুন করেছেন জামাতা সাজ্জাদ। প্রায়ই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন স্বামী।স্থানীয় সংবাদমাধ্যমকে সাহানার মা জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় তাকে শেষ বার ফোন করেছিল সাহানা। জন্মদিনে কী কী করল, মা’কে সেসবই জানান মেয়ে। শুক্রবার (১৩ মে) মায়ের সঙ্গে দেখা করতে আসার কথা ছিলো তার। মেয়ে হঠাৎ করে আত্মহত্যা করেছে, এটা মেনে নিতে পারছেন না তিনি।

one pherma

তার ভাষ্যমতে, ‘আমি নিশ্চিত আমার মেয়েকে সাজ্জাদই খুন করেছে।জানা গেছে, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনে কাজ শুরুর পর তিনি কাতার থেকে ফিরে আসেন। সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।
সূত্র: আনন্দবাজার

ইবাংলা / এসআর / ১৪ মে,২০২২

Contact Us