ছুটি বাতিলের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১ থেকে ১৩ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। এই ছুটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

Islami Bank

স্মারকলিপিতে তারা বলেন, করোনার জন্য দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় শিক্ষা কার্যক্রমে ছন্দপতন হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১ থেকে ১৩ জুন গ্রীষ্মকালীন ছুটি বাড়তি আরও চাপ তৈরি করবে। ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই ছুটি বাতিলের দাবি জানিয়েছেন। সেই প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আরও গতি আনতে এবং বিভিন্ন বিভাগের সেশনজট দূর করতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাস সহ অন্যান্য নেতাকর্মীরা।

one pherma

এ বিষয়ে ভিসি বলেন, ছুটি বাতিলের বিষয়টি অবশ্যই যৌক্তিক। বারবার ছুটির ফলে পড়াশোনায় বিঘ্ন ঘটে। এ বিষয়টি আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবো।

ইবাংলা/টিএইচকে/১৮মে.২০২২

Contact Us