নিজ ঘরে মা ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসীংদী

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজবাড়িতে মা ও দুই মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

Islami Bank

রোববার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। নিহতের স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগ্নে মোমেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬), ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিবা শেখ (৭)।

স্থানীয়রা জানায়, সকালে নিহতদের বাড়িতে এক নারী বানাতে দেওয়া কাপড় আনতে যায়। সেখানে গিয়ে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘরে ঢুকে তিনজনের মরদেহ দেখতে পায়।

one pherma

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে আছে। মরদেহগুলো উদ্ধারের প্রস্তুতি চলছে।

ইবাংলা/টিএইচকে/২২মে,২০২২

Contact Us