ইউনিভার্সিটির করিডোর থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের ৪ তলার করিডোর থেকে নিচে পড়ে এবিএম তকি তানভীর নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে অসাবধানতাবশত পড়ে গিয়েছে নাকি আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Islami Bank

সোমবার (২৩ মে) দুপুরে বিরুলিয়ার দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

নিহতের সহপাঠীরা জানান, সিএসসি বিভাগের ৭ম সেমিস্টারের ওই শিক্ষার্থী দুপুরের দিকে একটি ভবনের ৪ তলার করিডোর থেকে নিচে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

one pherma

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানিয়েছেন, নিহত শিক্ষার্থীর স্বজনরা গ্রামের বাড়ি থেকে আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা /জেএন /২৩ মে,২০২২

Contact Us