সরকারি জমি দখলের প্রতিবাদে কাউন্সিলের বিরুদ্ধে মানবন্ধন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ীতে সরকারি জায়গা দখল করায় পৌর কাউন্সিলর মাজেদুর রহমান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাজেদুর রহমান এর বিরুদ্ধে চাঁদপাড়া গ্রামে ৩০ বছরের খেলার মাঠ দখল করে জোরপূর্বক বাগান করার বিরুদ্ধে চাঁদপাড়া গ্রামের মোঃ শামসুল ও সুমন এর নেতৃত্বে গ্রাম থেকে ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্তরে গিয়ে খেলার মাঠ উদ্ধার কল্পে ঘন্টা ব্যাপি মানবন্ধন করেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর নিকট অভিযোগ দাখিল করেন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন জানান, সরকারি জায়গা যদি হয়ে থাকে তাহলে ৩০ বছর ধরে যে ভাবে এলাকার মানুষ খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন, সে ভাবে তারা ব্যবহার করবে তাতে কেউ বাধা দিতে পারবেনা। তবে তিনি আরও জানান, যদি কাউন্সিলরের নিজেস্ব সম্পত্তি হয়ে থাকে তাহলে আমার করার কিছু নাই। তবুও আমি বিষয়টি খতিয়ে দেখব।

এ দিকে মোঃ সুমন ও মোঃ শামছুল জানান কাগজ পত্রে দেখা যায় চাঁদপাড়া গ্রামের ৬৪৪ নং খতিয়ানের ১৮০১ ও ১৮১৬ দাগে নদী এবং সাধারণ জনগনের ব্যবহারের জন্য উল্লেখ্য রয়েছে। ৩০ বছর ধরে আমরা সেখানে খেলার মাঠ হিসেবে ও চরক মেলা উৎযাপন করে আসছি।

সেই জায়গায় এখন নিজের বলে দাবি করছেন পৌর কাউন্সিলর। এসময় উপস্থিত ছিলেন হিরা, স্বপন, সুমন, লক্ষন, বিধান, শাহিনুর, রবিন, মিলন সহ প্রায় ৩শতাধিক এলাকাবাসী।

ইবাংলা/টিএইচকে/২৫মে,২০২২

Contact Us