সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক শিক্ষার্থী। বৃহস্পতিবার ( ০২ জুন) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। টাংগাইল থেকে কুষ্টিয়া যাওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর মির্জানগর ভাটার মোড়ে বিআরটিসি বাস চাপায় তিনি ইন্তেকাল করেছেন।

Islami Bank

নিহত ওই শিক্ষার্থীর নাম খালিদ বিন কুদ্দুস। সে বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ বিষয়টি মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন। পরিবার স্বজনদের খবর দিয়েছেন বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানায় যায়, মিরপুর বহলবাড়ীয়া সেন্টার নামক স্থানে জ্যাম বাঁধলে তিনি বাস থেকে নেমে যান পাশের এক দোকানে। জ্যাম ছাড়লে তড়িঘড়ি করে খালিদ বিন কদ্দুস বাসে উঠতে গেলে ঐ বাসের চাকায় পৃষ্ট হন। ঘটনাস্থলে মারাত্মক আহত হলে স্থানীয়দের সহযোগিতায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

one pherma

পরে কর্তব্যরত চিকিৎসক তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। উল্লেখ্য, তিনি ময়নসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার আছিম ডাকঘরের পোড়াঘাটি গ্রামের আব্দুল কদ্দুছ আনোয়ারীর ছেলে।

ইবাংলা/টিএইচকে/২জুন,২০২২

Contact Us