নির্বাচনী আচরণবিধি সতর্কতায় আ. লীগের ৩ এমপিকে ইসির চিঠি

ডেস্ক প্রতিবেদক

আসন্ন ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অব্যাহত রাখলে ব্যবস্থা নেওয়া হবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংসদ সদস্যকে (এমপি) সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুন) নির্বাচন কমিশন তাদের কাছে পাঠানো চিঠিতে এই হুঁশিয়ারি দেয়।

Islami Bank

এ বিষয়ে ইসি জানিয়েছে, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেনকে পৃথক ৩টি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি অনুসারে এমপিরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন; যারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন। এ কারণে কোনো নির্বাচনী প্রচারণায় তাদের যোগ দেওয়ার অনুমতি নেই।

one pherma

একটি চিঠিতে বলা হয়েছে, ‘এমপিরা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। যদিও তারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

ইবাংলা/টিএইচকে/২জুন,২০২২

Contact Us