নাইক্ষ্যংছড়িতে-বিজিবির অভিযানে ৯টি অস্ত্র উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯টি দেশিয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকালে বিজিবি র অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

Islami Bank

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় ১১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো.নাহিদ হোসাইন জানান, সোমবার (৬মে) রাত সাড়ে ১০টার সময়ে বাইশারী পাহাড়ের ঝোঁপের মধ্যে থেকে লুকানো অবস্থায় ৯টি অস্ত্র পাওয়া যায়।

one pherma

এ সময়ে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি, চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা/ জেএন /৭ জুন,২০২২

Contact Us