আসলের আড়ালে জাল কোর্ট ফি বিক্রি করে চক্রটি

নিজস্ব প্রতিবেদক

আসল কোর্ট ফি’র বিক্রয়ের আড়ালে জাল কোর্ট ফি ক্রয়-বিক্রয় করে আসছে একটি চক্র। এমন একটি চক্রের ৯ সদস্যকে আটক করেছে সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোর্ট ফি জাল করার কথা স্বীকার করেছে আসাসীরা।

Islami Bank

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১২ টায় রাজধানীর মালিবাগ সিআইডি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রো সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন এ সব তথ্য জানান।

গত ১৯ মে হাইকোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি। অভিযানকালে আসামী আইকে দেলোয়ার হোসেন এবং তার কর্মচারী আসামী জাকির হোসেন ওপাখির আলীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০ টাকা মূল্যের ৬৮৩ টি, ১০ টাকা মূল্যের ৪৪৫ টি ও ৫ টাকা মূল্যের ১৮৫টি সহ মোট ১৩১৩ টি নকল কোর্ট ফি জব্দ করা হয়। যার সর্বমোট মূল্য ১৯ হাজার ৩৫ টাকা।

one pherma

রিমান্ডে জিজ্ঞাসাবাদে আইকে দেলোয়ারের দেয়া তথ্যে আলমগীরকে এবং মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে মনির হোসেনের দেয়া তথ্যে মো.পান্না মিয়াকে আটক করে সিআইডি।তাদের দেয়া তথ্যে এই চক্রের মুলহোতা আনোয়ার হোসেন, আহম্মেদ হোসেন ভূইয়া ও তার সহযোগী মিজানুর রহমানকে আটক করে।

ঢাকা মেট্রো সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হোসেন বলেন, আসামীগণ দীর্ঘদিন যাবত বিচারপ্রার্থীদের নিকট সু-কৌশলে জাল কোর্ট ফি সরবরাহ করে আসছে। ফলে কারণে বাংলাদেশ সরকার বিপুল পরিম রাজস্ব আদায় হতে বঞ্চিত হয়ে আসছিল।

ইবাংলা/ জেএন /০৯ জুন,২০২২

Contact Us