রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আয় আসবে মূলত আয়কর, ভ্যাট এবং আমদানি ও রফতানি শুল্ক থেকে।

রাজস্ব আয়ের এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করদাতার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি আগামী অর্থবছরে কর অব্যাহতি পরিহারের ঘোষণা দিয়ে বলেছেন, ‘অস্বাভাবিক কোন কারন ব্যতীত এসআরও জারি করা আমরা পরিহার করব।’

এনবিআর-বহির্ভূত কর ব্যবস্থা থেকে ৬৩ হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রাক্কলন করা হয়েছে। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই ঘাটতি ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানো হবে।

ইবাংলা/টিএইচকে/৯জুন,২০২২

Contact Us